আত্মমৃত্যু

আমি আমার ভুলটা জানি।
আমার ভুল ছিলো তোমার হাতে
আমার আমিকে তুলে দেয়া।
আমার বোঝা উচিৎ ছিলো, 
খুনির কাছে কোন প্রাণই নিরাপদ নয়।
অবশ্য আমারই বা কি দোষ?
তুমি তো আমার কাছে ফুল হাতে এসেছিলে।
কিন্তু সেই ফুলে যে বিষ মাখানো কাঁটা ছিলো
সেটা তো আমি জানতাম না।
সেই না জানা 
বা জানতে না চাওয়াটাই আমার ভুল।
আর ভুল যখন করেছি 
তখন ভুলের মাশুল তো দিতেই হবে।
নিজের চোখে নিজের মৃত্যু দেখে 
আমি সেই ভুলের মাশুল দিচ্ছি।

No comments

Theme images by Ollustrator. Powered by Blogger.